মুখ্যমন্ত্রীর নির্দেশে সংরক্ষণ করা হল বড়িশা ক্লাবের প্রতিমা
ODD বাংলা ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব শেষ, কিন্তু থেকে গিয়েছে তার রেশ। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবীন্দ্র সরোবরে রাজ্য সরকারের গ্যালারিতে স্থান পেল বড়িশা ক্লাবের ঠাকুর। ইতিমধ্যেই প্রতিমা সেখানে দিয়েও আসা হয়েছে। বিষয়টি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেও জানিয়েছে বড়িশা ক্লাব। বেহালার বড় পুজোগুলির মধ্যে অন্যতম এই বড়িশা ক্লাবের এবারের পুজোর থিম ছিল 'ভাঙা গড়া'।এবার ৩৫তম বর্ষের পুজো ছিল বড়িশা ক্লাবের। প্রতি বছরই নিত্য নতুন থিম তথা ভাবনায় ফুটিয়ে তোলা হয় পুজো মণ্ডপ। বছর বছর প্রচুর মানুষ ভিড় জমান বড়িশা ক্লাবের পুজোয়। প্রতিবারই বেশকিছু পুরস্কারও জিতে নেয় তারা। পুজোর শেষে রাজ্য সরকার আয়োজিত কার্নিভ্যালেও যোগ দেয় বড়িশা ক্লাব। সেখানেই মুখ্যমন্ত্রী ক্লাবের প্রতিমা সংরক্ষণ করার নির্দেশ দেন। ফেসবুক পোস্টে ক্লাবের তরফে জানানো হয়েছে, 'মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বড়িশা ক্লাবের এই বছরের দুর্গা প্রতিমা রবীন্দ্র সরোবর লেকে আজ থেকে সংরক্ষিত থাকবে।'
Post a Comment