সাতসকালে কলকাতার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা!
ODD বাংলা ডেস্ক: সপ্তাহের শুরুর দিনে শহরে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা শহরে। সাতসকালে সল্টলেক সেক্টর ফাইভে দুটি বাসের রেষারেষিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল সল্টলেকের রাস্তায়। স্থানীয় সূত্রে খবর, সিগনাল ভেঙে এগোনোর সময়, উল্টোদিক থেকে আসা গাড়ির ধাক্কায় যাত্রী সমেত উল্টে গেল বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন যাত্রী। বাসের ধাক্কায় জখম হন দুই মোটরবাইক আরোহী। সকাল সাড়ে ৭টা নাগাদ সেক্টর ফাইভের কলেজ মোড়ে KB-16 রুটের বাসটি উল্টে যায়। পুলিশ সূত্রে খবর, একই রুটের দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল। কলেজ মোড়ে সিগনাল ভাঙে একটি বাস। সেইসময় উল্টোদিক থেকে আসা একটি গাড়ি ওই বাসের সামনে ধাক্কা মারে। ঘটে যেতে পারত আরও বড় দুর্ঘটনা। প্রাণ যেতে পারত গাড়িচালকের। তবে এয়ার ব্যাগ খুলে যাওয়া গাড়ির চালক ও সওয়ারি রক্ষা পান। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে থাকা বাসটি পাশ দিয়ে যাওয়া একটি বাইকে ধাক্কা মেরে উল্টে যায়। আহতদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাসের চালককে আটক করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।
Post a Comment