শাস্ত্রমতে কোন মন্ত্রে সন্তুষ্ট হন মা কালী, জেনে নিন

ODD বাংলা ডেস্ক: শাস্ত্রমতে কালীপুজোর জন্য রয়েছে বিশেষ কিছু রীতি-নীতি, উপাচার৷ যার মধ্যে দিয়েই শক্তির আরাধনা বা মায়ের আরাধনা সম্পূর্ণ হয়৷ নীচে রইল এমন কিছু মন্ত্র,যা মা কালীর পুজোয় অত্যন্ত জরুরী৷

প্রার্থনা মন্ত্র- 'এষ দীপ ওম ক্রীং কাল্ল্যৈ নমঃ।' 
ধূপকাঠি প্রদানের মন্ত্র- 'এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ।' 
পঞ্চফল প্রদানের করার সময়ের মন্ত্র- 'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পঞ্চফলম্ সমর্পয়ামি।' 
পুষ্প প্রদানের মন্ত্র- 'এষ গন্ধপুস্পে ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ।' 
কর্পূর প্রদানের মন্ত্র- 'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ আরাত্রিকম্ সমর্পয়ামি।' 
দুধ-স্নানাদি প্রদানের মন্ত্র- 'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পয়স্নানাম্ সমর্পয়ামি।' 
প্রণাম করার মন্ত্র- ‘ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং হ্রীং হ্রীং স্বহা। ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।’ 
এরপর জপ একশো আটবার করা যায় এই মন্ত্রে- 'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ।' 
আচমন - ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ তদবিষ্ণুঃ পরমং পদং পশ্যন্তি সুরয়ঃ । দিবীব চক্ষুরাততম ।। ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ওঁ বিষ্ণু ।। 
পুস্প শুদ্ধি- ওঁ পুস্পে পুস্পে মহাপুস্পে সুপুস্পে পুস্পে পুস্পসম্ভবে । পুস্পেচয়াবকীরনে ওঁ হুং ফট স্বাহা । 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.