ইউক্রেনের যুদ্ধে অংশ নেওয়া বিশেষ প্রজাতির কুকুরছানা এল রাহুল গান্ধীর বাড়ি
ODD বাংলা ডেস্ক: ইউক্রেনের খেরসন আর নয়াদিল্লির ১০ জনপথ রোডকে ‘এক সূত্রে বেঁধে দিলেন’ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার বিশ্ব প্রাণী দিবসে রাহুল সমাজমাধ্যমে গোয়া থেকে আনা নুরির ছবি এবং পোস্ট করেছেন। পরিচিত করিয়েছেন ‘আমাদের ছোট্ট নতুন নুরি’ বলে। অগস্ট মাসে গোয়া সফরে গিয়ে রাহুল মাপুসার কুকুরপালক শ্রাবণী পিত্তের থেকে জ্যাক রাসেল টেরিয়ার প্রজাতির এই কুকুরছানাটি দিল্লি এনেছিলেন। দেখতে ছোট হলেও ‘স্নিফার ডগ’ হিসাবে ইউক্রেন যুদ্ধে দক্ষতার প্রমাণ দিয়েছে এই প্রজাতির সারমেয়। রুশ বাহিনীর থেকে পুনর্দখল করা খেরসন-সহ বিভিন্ন শহরে পুঁতে রাখা ল্যান্ডমাইন খুঁজতে ইউক্রেন সেনা গত কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে ‘বুদ্ধিমান প্রজাতি’ হিসাবে পরিচিত জ্যাক রাসেল টেরিয়ার ব্যবহার করছে। সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি সম্প্রতি একটি মাইন-সন্ধানী কুকুরকে সেনা পদক দিয়ে পুরস্কৃত করেছেন।
Post a Comment