পুজোর মুখে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় তেজ! দুর্যোগে ভাসবে উৎসবের দিনগুলি?
ODD বাংলা ডেস্ক: নবরাত্রি শুরু হয়ে গিয়েছে। দেশজুড়ে উৎসবের মরশুম। বাংলা হোক কিংবা ভিন্ন রাজ্য দুর্গাপুজোর আনন্দ চুটিয়ে উপভোগ করার জন্য মুখিয়ে রয়েছে বাঙালিরা। কিন্তু, এর মাঝেই দুঃসংবাদ শোনাল মৌসম ভবন। পুজোর মুখে নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরির হচ্ছে বলে আশঙ্কাবাণী শুনিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বঙ্গোপসাগরে নয়, পুজোর মুখে আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই ফুঁসতে শুরু করেছে একটি নিম্নচাপ। যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলেই মনে করা হচ্ছে। অরব সাগরে উৎপন্ন এই ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘তেজ’।তবে এই নিম্নচাপটির কোনও প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না এ কথা প্রায় নিশ্চিত। পুজোর ক'টা দিন পশ্চিমবঙ্গে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে বলেই মনে করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফরের অধিকর্তা গণেশ দাস বলেন, 'ওই নিম্নচাপটি নিয়ে আমাদের কোনও চিন্তা নেই। আবহাওয়া দফতর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, আপাতত পুজো পর্যন্ত গোটা রাজ্যে আবহাওয়া পরিষ্কার থাকবে। শুধু নবমী দশমীর দিন দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় মেঘলা আকাশের সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।'পশ্চিমবঙ্গে এর কোনও প্রভাব না পড়লেও ওডিশায় এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব চালানোর আশঙ্কা রয়েছে। ফলে পুজোর সময় ওডিশায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Post a Comment