২০২৪ সালে দুর্গাপুজো কবে, জেনে নিন সম্পূর্ণ নির্ঘন্ট
ODD বাংলা ডেস্ক: আগামী বছর মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে ২ অক্টোবর বুধবার। পিতৃপক্ষের অবসান হয়ে সেদিন দেবীপক্ষের সূচনা হবে। পরের দিন ৩ অক্টোবর দেবীপক্ষের প্রতিপদ তিথি। শারদীয়া নবরাত্রি যাঁরা পালন করেন, তাঁরা সেদিন থেকেই পুজো শুরু করবেন।
২০২৪-এ দুর্গাপুজোর নির্ঘণ্ট
- মহাষষ্ঠী পালিত হবে ৯ অক্টোবর বুধবার
- মহাসপ্তমী পালিত হবে ১০ অক্টোবর বৃহস্পতিবার
- মহাঅষ্টমী ১১ অক্টোবর শুক্রবার
- মহানবমী পালিত হবে ১২ অক্টোবর শনিবার
- বিজয়া দশমী পালিত হবে ১৩ অক্টোবর রবিবার
আগামী বছর মহাসপ্তমী বৃহস্পতিবার পড়ায় ২০২৪-এ দেবীর আগমন হবে দোলা বা পালকিতে। শাস্ত্র অনুসারে এর ফল "দোলায়াং মকরং ভবেৎ" অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু লক্ষ্য করা যায়। দোলা বা পালকিতে দেবীর আগমন হলে সূচিত হয় ভয়ঙ্কর মহামারী। যাতে বিপুল প্রাণহানি অনিবার্য।
আবার আগামী বছর বিজয়া দশমী রবিবার পড়ায় ২০২৪-এ দেবীর গমন হবে গজ বা হাতিতে। গজ হল দেবীর উৎকৃষ্টতম বাহন। তাই দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্ত্যলোক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে। ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। মর্তলোকের বাসিন্দারা পরিশ্রমের সুফল লাভ করেন । অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয়, ঠিক যতটা প্রয়োজন ততটাই বর্ষা হয়।
পাশাপাশি, ২০২৪-এ কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ১৬ অক্টোবর বুধবার। কালীপুজো ও দীপাবলি পালিত হবে ৩১ অক্টোবর বৃহস্পতিবারে। তার তিন দিন পরে ৩ নভেম্বর রবিবার ভাইফোঁটা।
Post a Comment