বিজয়া স্পেশাল রেসিপি: বাড়িতেই বানিয়ে নিন মুচমুচে নিমকি
ODD বাংলা ডেস্ক: দশমীর দিন মানে মিষ্টি মুখের পাশাপাশি নোনতা মুখও বটে। আর নোনতা যদি হয় কুচো নিমকি তাহলে তো আর কথাই নেই। তাই যদি বানাতে না জানেন, তাহলে সময় থাকতেই শিখে নিন কীভাবে বানাবেন কুচো নিমকি।
উপকরণ-
- ৪০০গ্ৰাম ময়দা
- ১চা চামচ নুন
- ৩চা চামচ তেল
- ১ চা চামচ কালোজিরে
- ১/৪চা চামচ বেকিং সোডা
- প্রয়োজন অনুযায়ী ভাজার জন্যে সাদা তেল
প্রণালী-
- প্রথমে ময়দায় নুন,কালোজিরে,সোডা ও তেল দিয়ে ভালো করে মিশিয়ে মষ্টে নিতে হবে, দেখতে হবে হাতের মধ্যে মুঠো হয়েছে কিনা,যদি হয় তাহলে বুঝতে হবে ময়ান হয়েছে।
- এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো মেখে নিতে হবে,১চামচ তেল মাখিয়ে১/২ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
- এবার লেচি কেটে রুটির মতো বড় ও পাতলা করে বেলে কুচো নিমকির আকারে কেটে নিতে হবে।কড়াইয়ে তেল গরম করে অল্প আচে ডুবো তেলে অল্প অল্প করে নিমকি ভেজে নিতে হবে।ঠান্ডা হলে এয়ার টাইট কৌটায় ভরে অনেক দিন রেখে খাওয়া যাবে।
Post a Comment