জোড়ালো ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী!

ODD বাংলা ডেস্ক: মঙ্গলবার দুপুরে দিল্লি-NCR এলাকায় কম্পন অনুভূত হয়। জানা গিয়েছে, রিখটার স্কেলে মাত্রা ৪.৬। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লির বাসিন্দাদের মধ্যে। হুড়হুড়ি পড়ে যায় সর্বত্র। বহুতল থেকে রাস্তায় বেরিয়ে আসেন সকলে। জানা গিয়েছে, ২৫-২৬ মিনিটের মধ্যে মোট দু'বার কেঁপে ওঠে দেশের রাজধানী। আর এই জোরাল কম্পনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে চতুর্দিকে।ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজির তরফে জানানো হয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল নেপাল থেকে পাঁচ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে নেপালে ভূমিকম্পের মাত্রা ৬.২।রাস্তায় লোকজনের ভিড় জমে যায়। অনেকেই আবার এই কম্পনের সময়ের নানা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। যা দেখে শিউরে উঠছেন সকলে। ইতিমধ্যেই টুইটারে ট্রেন্ড হতে শুরু করেছে #EarthquakeDelhiNCR। কম্পন অনুভব করেন দিল্লি, নয়ডা, ফরিদাবাদ, গুরুগ্রাম, গাজিয়াবাদের বাসিন্দারা। হাইরাইজগুলিতে কম্পন অত্যধিক মাত্রায় অনুভূত হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.