বিশ্বজুড়ে আবারও অতিমারির ভয়! নতুন ৮ ভাইরাসের খোঁজ চিনে...
ODD বাংলা ডেস্ক: সকলের মনের মধ্যে আজও করোনা অতিমারীর স্মৃতি তাজা। এই অবস্থায় আবার এক ভয়ের কথা শোনালো চিন। সেখানে নতুন করে দেখা দিল অতিমারির ভয়।করোনা সংক্রমণ, লকডাউনের ফলে বিশ্ব অর্থনীতির চেহারাই বদলে গিয়েছে। বহু মানুষ যেমন খুঁজে পেয়েছে উপার্জনের নতুন পথ, তেমনই বহু মানুষ কাজ হারিয়েছেন। এর সঙ্গে মৃত্যু, শারীরের নানা সমস্যা, আতঙ্ক, পাকাপাকি ক্ষতির কথা তো কেউ-ই বা ভুলতে পেরেছেন? বর্তমানে সেই আতঙ্ক বেশির ভাগ মানুষই কাটিয়ে উঠেছেন। কিন্তু এখনও অনেকেরই প্রশ্ন, আবার সেই দিনগুলি ফিরে আসবে না তো?এমনই প্রশ্ন আবার নতুন করে উসকে দিয়েছে চিন থেকে আসা খবর। জানা গিয়েছে, চিনে এমন নতুন ৮টি ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে, যেগুলির যে কোনও একটি থেকেই আবার মারাত্মক অতিমারি সৃষ্টি হতে পারে। এরপরই তড়িঘড়ি সেই সব ভাইরাস নিয়ে গবেষণা শুরু করেছে চিন।
Post a Comment