প্রথম ভারতীয় পা রাখবেন চাঁদের মাটিতে, কবে এই মিশন?

ODD বাংলা ডেস্ক: মহাকাশ গবেষণায় সফল হয়েছে চন্দ্রযান ৩। মহাকাশে কার্যত রাজ করছে ভারত। সৌর অভিযানেও নেমেছে ভারত। এবার ভারতের লক্ষ্য চাঁদে ভারতীয়কে পাঠানো। আর সেই লক্ষ্যে ভারত কতটা সফল হবে সেটা বলবে সময়। তবে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মহাকাশ গবেষণার নানা দিক খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের মিটিং করেন। মূলত গগনযান মিশনের নানা দিক নিয়ে আলোচনা হয় সেই মিটিংয়ে। সেই সঙ্গেই চাঁদে প্রথম ভারতীয় পাঠানো নিয়েও বড় ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এক্ষেত্রে প্রধানমন্ত্রী মূলত দুটি বিষয়কে ফোকাস করতে চেয়েছেন। একটি হল ভারতীয় অন্তরীক্ষ স্টেশন বা ইন্ডিয়ান স্পেস স্টেশনকে ২০৩৫ সালের মধ্যে বাস্তবায়িত করা। সেই সঙ্গেই তিনি নির্দেশ দিয়েছেন, ২০৪০ সালের মধ্য়ে প্রথম ভারতীয়কে চাঁদে পাঠাবে ভারত। পাশাপাশি, প্রধানমন্ত্রীর অফিস সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মিটিংয়ে জানিয়েছেন, ভেনাস অরবিটার মিশন ও মার্স ল্যান্ডারকে বাস্তবায়িত করার ক্ষেত্রেও উদ্যোগ নিতে হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.