পুজোর আগে বন্যার আশঙ্কা! ৭ জেলা নিয়ে সতর্ক নবান্ন, জারি নির্দেশিকা

ODD বাংলা ডেস্ক: পুজোর মুখে বঙ্গবাসীদের জন্য ব্যাপক চিন্তার খবর। সাত রাজ্যে বন্যা সতর্কতা জারি করল নবান্ন। ঝাড়খণ্ডে এক টানা ভারি বৃষ্টির জেরে বানভাসি অবস্থা এরাজ্যের সাত জেলার। নবান্নের তরফে ঝাড়খণ্ড লাগোয়া জেলা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং হাওড়ায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, ঝাড়খণ্ডে টানা বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এক টানা বৃষ্টিতে জলস্তর বেড়ে যাওয়ায় মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণও বাড়ানো হয়েছ। ফলে দুর্যোগের সঙ্গে ডিভিসির ছাড়া জলে বন্যার আশঙ্কা এরাজ্যে। নীচু এলাকা থেকে বাসিন্দাদের সরানোর তোড়জোড়।এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে সমস্ত জেলার সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তাদের সঙ্গে ভার্চয়ালি বৈঠকের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে,বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়ার জেলা শাসক, পুলিশ কমিশনার সহ উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে বন্যা পরিস্থিতির জন্য কী কী সাবধানতা অবলম্বন করতে হবে সেই নিয়ে সোমবারই বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব হরেকৃষ্ণ ত্রিবেদী। এছাড়া ওই মিটিংয়ে উপস্থিত থাকবেন নিকাশি ব্যবস্থা, বিপর্যয় মোকাবিলা দফতর সহ বিভিন্ন দফতরের শীর্ষ কর্তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.