এই ফোন ব্যবহার করেন? আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য চুরি করছে স্মার্টফোন

ODD বাংলা ডেস্ক: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা যে অ্যাপ প্লে-স্টোর থেকে ডাউনলোড করছেন তা সুরক্ষিত কিনা সেই বিষয়টি দেখে গুগল প্লে প্রোটেক্ট। কোনও অ্যাপ ক্ষতিকর বা ভাইরাসযুক্ত হলে সেটিকে হার্মফুল বলে চিন্হিত করে সংস্থা। এদিন স্যামসাং ইউজারদের জন্য এমনই দুই অ্যাপকে হার্মফুল ঘোষণা করেছে গুগল।গুগল প্লে প্রোটেক্ট-এর কাজ হল মোবাইলে যে অ্যাপটি নামাচ্ছেন তা ইউজারের ব্যক্তিগত কিংবা সংবেদনশীল তথ্য চুরি করছে কিনা তা যাচাই করা। পাশাপাশি অ্যাপটি নিরাপত্তা সংক্রান্ত সব নিয়ম মেনে চলেছে কিনা তাও নিশ্চিত করে।9to5Google এর রিপোর্ট অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন ইউজারদের অনেকে গুগলের প্লে প্রোটেক্ট-এর তরফে মেসেজ পেতে শুরু করেছে। যেখানে বলা হয়েছে স্যামসাং মেসেজ এবং ওয়ালেট অ্যাপদুটি ক্ষতিকর। এই অ্যাপ্লিকেশনগুলো ইউজারদের ব্যক্তিগতে তথ্যে নজরদারী চালাচ্ছে, যেমন - SMS, ফটো, অডিও রেকর্ডিং এবং কল হিস্ট্রি।স্যামসাং ইউজাররা এই দুটি অ্যাপ থেকে সাবধান থাকুন Samsung Messages এবং Samsung Wallet। সম্প্রতি স্যামসাং কমিউনিটি ফোরাম থেকে বলা হয়েছে, স্যামসাং মেসেজ অ্যাপ ব্যবহার করার ফলে ফোনের সিকিউরিটির সমস্যা দেখা গিয়েছে। গুগলের তরফে একটি পপ-আপ পাঠানো হচ্ছে। আপনার কাছে যদি এই দুই অ্যাপ থাকে তাহলে এখনই সতর্ক হন। পাশাপাশি আর কোন অ্যাপ আপনার ফোনের সিকিউরিটি বিঘ্নিত করছে তাও পরীক্ষা করে নিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.