আসতে চলেছে 6G! বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
ODD বাংলা ডেস্ক: মোবাইল ফোন নেটওয়ার্কের দিক থেকে এই মুহূর্তে বিশ্বে অনেকটাই এগিয়ে ভারত। ফোর জি-কে পিছনে ফেলে ফাইভ জি নেটওয়ার্কের কাজ শুরু হয়ে গিয়েছে দেশে।তবে এবার সিক্স জি-র পালা। শুক্রবার দিল্লির একটি অনুষ্ঠান থেকে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিন তিনি বলেন, ভারতে বর্তমানে ফাইভ জি প্রযুক্তি নিয়ে কাজ করছে। তবে এখানেই থামলে হবে না। এবার আমাদের সিক্স জি ব্যবহার করতে হবে। তাঁর কথায় উঠে আসে টু জি স্পেকট্রাম কেলেঙ্কারির কথা।প্রধানমন্ত্রী এদিন বলেন, আগের সরকার শুধু কেলেঙ্কারি নিয়েই চলত। তবে বিজেপি সরকার দেশের উন্নতির কাজে বিগত দিনে যেমন কাজ করছে আগামীদিনেও করবে। তাঁর কথায়, দেশে দ্রুত সিক্স জি পরিষেবা চালু করার পরিকল্পনা হচ্ছে।
Post a Comment