রাস্তা দিয়ে হেঁটে চলেছে কুমির! আতঙ্কে কালনাবাসী
ODD বাংলা ডেস্ক: সাত সকালে কালনাবাসীর দুয়ারে কুমির। কাকভোর থেকে কুমীর আতঙ্কে অস্থির কালনাবাসী। একেবারে ১০ ফুট দীর্ঘ অতিকায় কুমির তরতরি হেঁটে বেড়াচ্ছে কালনার জাপটপাড়ার রাস্তায়। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে ভাগীরথী নদী থেকেই উঠে এসেছে কুমিরটি। ভোররাত থেকে কালনার জাপট পাড়ায় বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুমিরটি। কাকভোরে কুমিরটি দেখে আতঙ্কে অনেকেই প্রাতর্ভ্রমণে বেরোতে পারেননি। বাড়ি থেকে উঁকি ঝুঁকি দিয়ে দেখেছেন সকলে। সকাল থেকেই রাস্তায় কুমির দেখার ভিঁড়। বনদফতরকে ইতিমধ্যেই জানানো হয়েছে।বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। অনেকে জানিয়েছেন রাত থেকে কুকুরগুলো অস্বাভাবিক ভাবে ডাকাডাকি করছিল। সন্দেহ হতেই জানলা দিয়ে রাস্তার দিকে উঁকি দিয়েছিলেন তিনি। তারপর তিনি যা দেখেছেন তারপর আর জানলা দরজা কোনও কিছু খোলার সাহস দেখাতে পারেননি তিনি। সকালেও ধরের জানলা-জরজা খুলতে ভয় পাচ্ছিলেন। রাতের বেলা থেকেই নাকি কালনার জাপটপাড়ায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল ১০ ফুটের আস্ত একটা কুমির।
Post a Comment