কালীপুজোর আগে সুখবর! ময়দানে ফের বসছে বাজি বাজার, জেনে নিন কবে
ODD বাংলা ডেস্ক: কালীপুজোর আগে বড় খবর! শহিদ মিনারের কাছে ফের বসতে চলেছে বাজি বাজার। দীর্ঘ জটিলতার পর ফের এবছর টানা ১৫ দিনের জন্য বাজি বাজার বসতে চলেছে কলকাতার কেন্দ্রস্থলে। বাজি বাজারের জন্য সেনার তরফেও অনুমতি মিলেছে বলে খবর।কলকাতা শহিদ মিনারের পাদদেশে আগামী ৩১ অক্টোবর থেকে বাজি বাজার বসতে চলেছে। চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। ভাইফোঁটা পর্যন্ত বাজি কেনার সুযোগ পাবেন কলকাতাবাসীরা। প্রায় তিন বছর পর কলকাতায় ফের বাজি বাজার চালু হচ্ছে বলে জানিয়েছে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতি।সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির তরফে জানা গিয়েছে, এবার ময়দানে মোট ৫০ টি স্টল থাকবে। এছাড়াও একাধিক জেলায় বাজি বাজারের আয়োজন করা হবে। সারা রাজ্যে কমবেশি ৭০ টি জায়গায় বাজি বাজার বসবে বলে জানা গিয়েছে। এরমধ্যে হাওড়া জেলায় ডুমুরজলা সহ একাধিক জেলায় বাজি বাজারের প্রস্তুতি নেওয়া হয়েছে। এমনকি, উত্তরবঙ্গের ২০ টি জায়গায় বাজি বাজার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
Post a Comment