কলকাতা মেট্রোর পার্পেল লাইনের এই রুট চালু হওয়ার পথে বড় বাধা্

ODD বাংলা ডেস্ক: জোকা-ধর্মতলা মেট্রো চলাচল শুরু হওয়ার পথে নয়া সমস্যা। কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশে বিলম্ব হতে পারে পার্পল লাইন মেট্রোর এই কাজে। কলকাতা হাইকোর্ট রেল বিকাশ নিগম লিমিটেড বা RVNL-কে নির্দেশ দিয়েছে জোকা-ধর্মতলা মেট্রো রুটে মেট্রো স্টেশন তৈরির কাজের জন্য ময়দান এলাকার কোনও গাছ কাটা যাবে না। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পর জোকা-ধর্মতলা মেট্রো রুট নয়া জটিলতা তৈরি হল বলে মনে করা হচ্ছে। আগামী ৯ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।প্রসঙ্গত, বর্তমানে পার্পল লাইন এই মেট্রো রুটে জোকা-তারাতলা স্ট্রেচের কাজ চলছে জোরকদমে। মাঝেরহাট মেট্রো স্টেশন তৈরির কাজ প্রায় শেষের পথে। খুব দ্রত এই স্টেশন নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। মাঝেরহাট–এসপ্ল্যানেড সেকশন চালু হওয়ার সঙ্গে সঙ্গে কলকাতার দক্ষিণ-পশ্চিম অংশ অর্থাৎ তারাতলা, বেহালা, ঠাকুরপুকুর এবং জোকা এলাকা থেকে মধ্য কলকাতায় যাতায়াত আরও সহজ হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.