ষষ্ঠীতে কি বৃষ্টি, কেমন থাকবে আজকের আবহাওয়া?

ODD বাংলা ডেস্ক: ষষ্ঠীর সকালে কলকাতার আকাশ পরিষ্কার। চারিদিকে ঢাকের বাদ্যি। বেলা বাড়তেই প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড়। অনেকেই ঠাকুর দেখা নবমী ও দশমীর জন্য ফেলে রাখতে চাইছেন না।শুক্রবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শনিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। হাল্কা কিংবা ভারী, কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বৃহস্পতিবার যা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ, সর্বনিম্ন ৫১ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।আবহাওয়া দফতর জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে। এর প্রভাবে ২১ অক্টোবর সকালে বঙ্গোপসাগরের মধ্যভাগে একটি নিম্নচাপ তৈরি হবে। তারপর তা শক্তি বাড়িয়ে ২৩ অক্টোবর সোমবার নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপরে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.