কালীপুজোর আগে কমবে গ্যাসের দাম? 1 নভেম্বর থেকে বড় বদল
ODD বাংলা ডেস্ক: অন্যান্য মাসের মতোই নভেম্বরেও বদলে যাবে গ্যাসের দাম। 1 নভেম্বরই এলপিজি সিলিন্ডারের দাম আপডেট করা হবে। সম্প্রতি, কেন্দ্র সরকার LPG সিলিন্ডারের দাম ২০০ টাকা করে কম করেছিল। এই দাম কমানোর ফলে স্বস্তি ফিরেছে মধ্যবিত্ত পরিবারের হেঁশেলে।বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানাচ্ছেন, নভেম্বরের শুরুতে গ্যাসের দাম কমানো হতে পারে। কারণ, আর কিছুদিন পরেই রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম ও তেলেঙ্গানায় রয়েছে বিধানসভা নির্বাচন। তবে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির সম্ভবনাও রয়েছে। কারণ অপরিশোধিত তেলের দাম আবারও বৃদ্ধি পেতে শুরু করেছে। পরিসংখ্যান অনুযায়ী, গত ১২ মাসে এলপিজির দাম বেড়েছে ৪ বার। আর কমেছে মাত্র একবার। সব মিলিয়ে এই সময়ের মধ্যে এলপিজি সিলিন্ডারের দাম মোট ১৫০ টাকা বেড়েছে। যদি শুধুমাত্র গত ১২ মাসের দামের ওঠানামার দিকে তাকানো হয়, তাহলে এলপিজি-র দাম বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু নির্বাচনের দিকে তাকিয়ে সরকার সেই দাম বৃদ্ধি নাও করতে পারে।
Post a Comment