দীর্ঘ বিরতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

ODD বাংলা ডেস্ক: গত ১১ সেপ্টেম্বর শেষবার নবান্নে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। স্পেন সফরে যাওয়ার আগের দিন শেষবার দফতরের সব কাজকর্ম আধিকারিকদের বুঝিয়ে এসেছিলেন তিনি। স্পেন, বার্সেলোনা সফর সেরে দুবাই যান তিনি। সেখান থেকে গত ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। কিন্তু কলকাতায় ফেরার পরের দিনই পায়ের যন্ত্রণার কারণে এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। চিকিৎসকেরা তাঁকে বিশ্রাম নিতে বলেন। পায়ের সংক্রমণের কথা তিনি নিজেও জানিয়েছেন একাধিকবার। এরপর আর বাড়ি থেকে বেরোননি তিনি।প্রসঙ্গত, কেবল বাড়ি আর নিজের সরকারি দফতরই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে দেখতেই অভ্যস্ত রাজ্যবাসী। তবে গত কয়েকদিন ধরে কার্যত গৃহবন্দি তিনি। জেলায় জেলায় সফর তো দূরের কথা, পুজো মণ্ডপে গিয়ে উদ্বোধন করতেও এবার দেখা যায়নি তাঁকে। এই প্রথমবার একটানা ৪৯ দিন নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার কি তিনি নবান্নে যাবেন? প্রশাসনিক মহলে গত কয়েক দিন ধরেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে। সূত্রের খবর, এদিন তাঁর নবান্নে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও পুরো বিষয়টা নিশ্চিত নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.