লক্ষ্মীপুজোর হাট চলাকালীন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই সবকিছু!
ODD বাংলা ডেস্ক: লক্ষ্মীপুজোর দুপুরে ডুয়ার্সের ধূপগুড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই একাধিক দোকান। শনিবার কেনাবেচা চলাকালানী আচমকাই আগুন লেগে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই লেলিহান অগ্নিশিখা ছড়িয়ে পড়ে দাউদাউ করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। বেশিরভাগ সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। লক্ষ্ণীপুজোর বাজারে এমন ক্ষতি হওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের। শনিবার জলপাইগুড়ির ধূপগুড়িতে ছিল সাপ্তাহিক হাট। পুজোর সামগ্রীর পাশাপাশি প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচায় যখন ব্যস্ত ছিলেন ক্রেতা-বিক্রেতারা। এরই মধ্যে আগুনের লেলিহান শিখা আতঙ্ক ছড়ায় ধূপগুড়ি থানা রোড এলাকায়। ব্যবসায়ীদের পাশাপাশি বাজারে আসা মানুষজন আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি দমকলের দুটি ইঞ্জিন। দমকল বাহিনীর কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে পুড়ে গিয়েছে বেশ কয়েকটি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
Post a Comment