জলের তোড়ে ভাঙছে পাহাড়, তিস্তার জলে বানভাসি উত্তরবঙ্গ!
ODD বাংলা ডেস্ক: পুজোর মুখে বড় দুর্যোগের মুখে বাংলা। প্রবল বৃষ্টিতে বানভাসি উত্তরবঙ্গ। ফুঁসছে তিস্তা। ভেঙে গিয়েছে জাতীয় সড়ক। বন্ধ হয়ে গিয়েছে সিকিম-বাংলা যোগাযোগ ব্যবস্থা।এদিকে যে নিম্নচাপ বিগত কয়েকদিন ধরে চাপ বাড়াচ্ছিল বাংলার উপর তা ইতিমধ্যেই ছত্তিশগঢ় পৌঁছে গিয়েছিল বলে জানতে পারা যায়। কিন্তু, ফের তা ইউটার্ন নিয়ে মুখ ঘুরিয়েছে বাংলার দিকে।বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতিভারীর পূর্বাভাস মিলেছে। এদিকে তিস্তার জলের তোড়ে ভেঙে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক।পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে সিকিম থেকে দার্জিলিং-শিলিগুড়ি যাওয়ার রাস্তা। সিকিমে আবার চুংথাংয়ের লোনার লেকের প্রাচীর ভেঙে গিয়েছে।শুধু তিস্তা নয়, রংফু নদীর জলস্তরও অনেকটাই বেড়ে গিয়েছে। সরিয়ে ফেলা হয়েছে আশেপাশের গ্রামের লোকজনদের। ইতিমধ্যেই ২৩ জন সেনা জওয়ান জলে তোড়ে ভেসে গিয়েছেন বলে জানা গিয়েছে।
Post a Comment