প্রার্থনার সময় পর পর বিস্ফোরণ! কেরলে জঙ্গি নাশকতার ছক?
ODD বাংলা ডেস্ক: কেরালার কোচিতে জঙ্গি নাশকতা? কালামাসেরির কনভেনশন সেন্টারে বিস্ফোরণের জেরে বাড়ছে সন্দেহ। এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত মৃত্যু হয়েছে এক মহিলার। গুরুতর আহত আরও ২০। ধর্মীয় প্রার্থনা চলাকালীন সেখানে বিস্ফোরণ হয়। আহতদের দ্রুত স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায় প্রশাসন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিস্ফোরণের কয়েক ঘণ্টার মধ্য়েই ঘটনাস্থলে পাঠানো হয় এনআইএ-র টিম। কেন্দ্রীয় সংস্থার তরফে মোট চারজন অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, এদিন ঘটনাস্থলে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কমান্ডোদের একটি দলও যাচ্ছে বলে খবর মিলেছে। বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক। প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার সকালে প্রার্থনা চলাকালীন পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা কনভেনশন সেন্টার। সেখানে জমায়েতকারীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কনভেনশন সেন্টারের একাংশে আগুন জ্বলতে শুরু করে। খবর পেয়ে সেখানে ছুটে যায় দমকল। সেন্টার থেকে অগ্নিদগ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করেন দমকল কর্মীরা।
Post a Comment