সিঁথিতে সিঁদুর পরে বিজয়ার শুভেচ্ছা জানাতেই কটাক্ষের শিকার নুসরত জাহান

ODD বাংলা ডেস্ক: দশমীর দিন লাল-সবুজ ভেলভেট পাড়ের শাড়িতে ধরা দিলেন নুসরত জাহান। গলা খালি, কানে ভারী ঝুমকো, খোলা চুল আর হালকা মেকআপে মোহময়ী নুসরতের সিঁথির সিঁদুরেই শুরু যত সমস্য়া। নিজের ইনস্টাগ্রামের পাতায় বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতেই কটাক্ষের শিকার নুসরত। ধর্ম নিয়ে কুৎসিত মন্তব্যের শিকার হলেন বসিরহাটের তারকা সাংসদ। যদিও এই বিষয়টির সঙ্গে খুব ভালোভাবেই অভ্যস্ত নুসরত। মহালয়াতেও  দূর্গা সেজে ছবি দিতেই কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি।  এক নেটিজেন লেখেন, 'মুসলিম হয়ে দু-বার হিন্দুকে বিয়ে করেছিস', ইসলামের কলঙ্ক'। অপর একজন লেখেন, ‘মুসলিম নামের কলঙ্ক একটা'। অনেকেই আবার যশের সঙ্গে তাঁর জুটির প্রশংসাও করেন। নুসরত অবশ্য় কোনওদিনই এইসব ট্রোলিং নিয়ে মাথা ঘামান না। তাঁর বার্তা, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। সকল ধর্মই যে সমান সে কথা বারেবারেই মনে করিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ। স্বামী যশ দাশগুপ্ত এবং দুই ছেলে ইশান ও রেয়াংশকে (যশের প্রথম পক্ষের ছেলে) নিয়ে সুন্দর করে সংসারের দায়িত্ব সামলাচ্ছেন নুসরত। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.