অনলাইন গেমিং কোম্পানিগুলোকে ১ লক্ষ কোটি টাকার নোটিস কেন্দ্রের
ODD বাংলা ডেস্ক: ভারতীয় জিএসটি অথরিটির কড়া ‘শাস্তি’র মুখে পড়ল অনলাইন গেমিং কোম্পানিগুলি। কর ফাঁকি দেওয়ার অভিযোগে তাদের এখনও পর্যন্ত এক লক্ষ কোটি টাকার শোকজ নোটিস ধরানো হয়েছে।ভারত সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, বিদেশ অনলাইন গেমিং সংস্থাগুলিকে ভারতে ব্যবসা করতে হলে চলতি বছর পয়লা অক্টোবর থেকে রেজিস্ট্রেশন করাতে হবে। আইন না মানলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে। যদিও সেদিন থেকে এখনও পর্যন্ত নতুন করে কোনও বিদেশি গেমিং সংস্থা রেজিস্টার করেনি।গত আগস্ট মাসে জিএসটি কাউন্সিলের তরফে বলা হয়েছিল, অনলাইন গেমিং প্ল্যাটফর্মে বেটিং ভ্যালুর ২৮ শতাংশ জিএসটি হিসেবে দিতে হবে। কিন্তু সেই নিয়ম না মানার জেরেই কোম্পানিগুলিকে এক লক্ষ কোটি টাকা শোকজ নোটিস ধরানো হল। অনলাইন গেমিং কোম্পানি ড্রিম ইলেভেন, ক্যাসিনো অপারেটর ডেল্টা কর্পের মতো সংস্থাগুলি কর ফাঁকি দেওয়ায় গত মাসে এই বিরাট অঙ্কের অর্থের শোকজ নোটিস পেয়েছে।
Post a Comment