চন্দ্রগ্রহণে বন্ধ রামমন্দির, দর্শন করা যাবে না কেদার-বদ্রীও
ODD বাংলা ডেস্ক: কোজাগরী লক্ষ্মীপুজোর দিন বন্ধ রামমন্দিরের ফটক। শনিবার রয়েছে আংশিক চন্দ্রগ্রহণ। রামলালার দর্শন করতে পারবেন না ভক্তরা। এদিকে, দ্বার বন্ধ হয়ে যাচ্ছে কেদারনাথ এবং বদ্রীনাথ মন্দিরেরও। কী জানাচ্ছে কর্তৃপক্ষ?অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরের মুখ্য পুরোহিত আচার্য সতেন্দ্র দাস বলেন, 'বিকেল ৪টে বেজে ৪ মিনিট থেকে চন্দ্রগ্রহণের সুতক সময় শুরু হবে শনিবার। সে কারণেই রামলালার মন্দির বন্ধ রাখা হবে। সমস্ত পুজোপাঠ বন্ধ থাকবে চন্দ্রগ্রহণের সময়। ভক্তদের এই সময় রামলালার দর্শন করতে দেওয়া হবে না। এদিন রাত ১টা বেজে ৪ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। তখন থেকেই সমস্ত পুজোরর কাছে থমকে যাবে। এরপর চন্দ্রগ্রহণ শেষ হবে মধ্যরাত ১টা বেজে ৪৪ মিনিটে।' শনিবার চন্দ্রগ্রহণের জন্য বন্ধ থাকছে বদ্রীনাথ, কেদারনাথ গঙ্গোত্রী এবং যমুনোত্রীধামের মন্দিরের দরজাও। মন্দির কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, বিকেল ৪টে নাগাদ সুতককালের আগেই বন্ধ হয়ে যাবে মন্দিরগুলির দরজা।
Post a Comment