পুজোর আগে বিরাট সুখবর, পর্যটকদের জন্য খুলছে নাথু লা
ODD বাংলা ডেস্ক: পুজোর ছুটিতে অনেকেই শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে সময় কাটানোর পরিকল্পনা করেন। অনেকেই গন্তব্য হিসেবে বেছে নেন সিকিমকে। কিন্তু, চলতি বছর ঠিক পুজোর আগেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে দীর্ঘ সময় বন্ধ ছিল বাংলা এবং সিকিমের সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক। এদিকে সিকিম যাওয়ার জন্য আগে থেকেই টিকিট এবং হোটেল বুকিং করে রেখেছিলেন অনেকেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল, আদৌ কি পুজোর সময় সিকিম যাওয়া সম্ভব হবে? নাকি বাতিল করতে হবে সব বুকিং?আর এই দোলাচল এবং আশঙ্কার মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিল সিকিম প্রশাসন। সেখানকার পর্যটন দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ১৭ অক্টোবর থেকে নাথু লা এবং সোমগো লেক খুলে দেওয়া হয়েছে সকলের জন্য। স্বাভাবিকভাবেই অনেকটাই স্বস্তিতে পর্যটকরা।নাথু লা গ্যাংটকের থেকে প্রায় ৫৩ কিলোমিটার দূরে অবস্থান করে। সিকিমের অন্যতম সেরা পর্যটন স্থলের মধ্যে তা অন্যতম। ভারত এবং তিব্বতকে যুক্ত করে নাথু লা এবং সেখানে শেরাথাং নামক একটি বাজার রয়েছে। ঘুরতে গেলে অনেকেই সেখান থেকে প্রিয়জনের জন্য কেনাকাটা করে থাকেন। এছাড়াও নাথু লাের কাছে রয়েছে কুপুপ নামক একটি পর্যটনস্থল। সিকিম বেড়াতে যাওয়া পর্যটকদের কাছে এই জায়গাটির গুরুত্বই আলাদা।
Post a Comment