আগামী ২ দিন দুই বঙ্গেই তুমুল দুর্যোগ, কবে থেকে কমবে বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস
ODD বাংলা ডেস্ক: ৬ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে ধীরে ধীরে বদলাবে বাংলার আকাশ, বিশেষ করে দক্ষিণবঙ্গ। অনবরত বৃষ্টির হাত থেকে রেহাই পাবেন সাধারণ মানুষ। কিন্তু, তার আগে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং সিকিম সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আর এতেই উদ্বেগ আরও বাড়ছে।পুজোর মুখে বিপত্তি বাড়াচ্ছে আবহাওয়া। নিম্নচাপের জেরে নাগাড়ে চলছে বৃষ্টিপাত। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, টানা বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত বহু এলাকা। সিকিমেও কার্যত রুষ্ঠ প্রকৃতি।বুধবার আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “নিম্নচাপটি দক্ষিণ ঝাড়খণ্ডে অবস্থান করছিল। এখন তা দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ফলে বুধবার বীরভূম এবং মুর্শিদাবাদে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।“এছাড়াও কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ। এছাড়াও উত্তরবঙ্গে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং-জলপাইগুড়িতে। এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা।
Post a Comment