ট্রেন ১৩ ঘণ্টা লেট! যাত্রীকে ৬০,০০০ টাকার ক্ষতিপূরণ দেবে রেল

ODD বাংলা ডেস্ক: একথা বলাই বাহুল্য যে, গত কয়েক দশকে ভারতীয় রেলের ব্যাপক বিস্তার ঘটেছে। তবে রেলের বিরুদ্ধে যাত্রীদের অভিযোগের সবচেয়ে বড় জায়গাটি সম্ভবত ট্রেনের টাইম টেবিল নিয়ে। ভারতীয় রেলের প্রচুর ট্রেন প্রায় প্রতিদিনই দেরি করে গন্তব্যে পৌঁছায়। কিন্তু এবার এর জন্য মোটা অঙ্কের জরিমানা দিতে হবে রেলওয়েকে। ট্রেন দেরি করে গন্তব্যে পৌঁছানোর জন্য কেরলের একটি কনজিউমার আদালত দক্ষিণ রেলওয়ের তরফে এক যাত্রীকে ৬০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। কার্তিক মোহন নামে এক ব্যক্তি ২০১৮ সালের ৬ মে আলেপ্পি এক্সপ্রেসে চেন্নাই যাওয়ার টিকিট কেটেছিলেন। কার্তিক কোম্পানির একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাচ্ছিলেন। নির্ধারিত সময়ে ট্রেন ধরার জন্য রেল স্টেশনে পৌঁছান তিনি। কিন্তু ট্রেন সময় মতো রেল স্টেশনে পৌঁছায়নি। আলেপ্পি এক্সপ্রেস প্রায় ১৩ ঘণ্টা দেরিতে পৌঁছায়। ট্রেনের এই লেটের জেরে কার্তিক কোম্পানির ওই মিটিংয়ে গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে পারেননি। এমনকি এটা তাঁর কেরিয়ারেও বড় প্রভাব ফেলেছিল। তার সেই ক্ষতিপূরণে কমিশনের তরফে বলা হয়েছে, "যাত্রীদের সময়ের গুরুত্ব অনস্বীকার্য। ট্রেনের দেরির কারণে যে ক্ষতি হচ্ছে তার জন্য রেলওয়ে দায়ী।" 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.