রেস্তরাঁর বিল এড়াতে হৃদরোগের নাটক! ‘চিকিৎসা’ করল পুলিশ
ODD বাংলা ডেস্ক: কার্ডিয়াক অ্যারেস্ট হতে হতেই এবার পুলিশ অ্যারেস্ট করে ফেলল। সম্প্রতি এক ব্যক্তিকে শ্রীঘরে ঢুকতে হল। নেপথ্যে তাঁর হার্টের সমস্যা থুড়ি হার্টের সমস্যার অভিনয়। নিয়মিত বিভিন্ন রেস্তরাঁয় খাবার খেতে পছন্দ করেন ওই ব্যক্তি। তবে খাবারদাবার খাওয়ার পর হঠাৎ করেই হার্ট অ্যাটাক হয়ে যায় তাঁর। এর পর রেস্তরাঁ ম্যানেজারের তৎপরতায় সোজা হাসপাতাল নিয়ে যেতে হয় তাঁকে। এমনটা একবার নয়, রেস্তরাঁয় খেতে গেলে প্রায়ই ঘটে। তালেগোলে আর রেস্তরাঁয় খাওয়ার খরচ দিতে হয় না ওই ব্যক্তি। বলা ভালো, রেস্তরাঁই আর ভয়ে খাবারের দাম চাইতে পারে না। সম্প্রতি এই ঘটনাই বারবার ঘটছিল স্পেনের অ্যালিক্যান্টে এলাকায়।অবশেষে ঘটনাটি পুলিশের নজরে এল। পুলিশও আইদাস জে নামক ওই ব্যক্তির স্বাস্থ্যের খোঁজ খবর করতে শুরু করেন। কখন কখন তার অমন বুকে ব্যথা ওঠে, সেই ব্যাপারেই শুরু হয় তল্লাশি। অবশেষে অ্যালিক্যান্টের আরেকটি রেস্তরাঁয় তাঁর হার্টের সমস্যা দেখা দেয়। তখন আর কোনও ঝুঁকি নেয়নি স্থানীয় পুলিশ প্রশাসন। সরাসরি ওই ব্যক্তিকে শ্রীঘরে নিয়ে স্বাস্থ্যের দেখভাল করা শুরু হয়। আপাতত সংবাদমাধ্যম সূত্রের খবর, ৪২ দিন তিনি সেখানেই থাকবেন। প্রসঙ্গত, শেষবার তাঁকে ধরার সময় নাকি ২০ নম্বর হার্ট অ্যাটাক হয়েছিল। এক বছরেই এতগুলি হার্ট অ্যাটাক হয়েছে তাঁর।
Post a Comment