এবার বিজয়া সম্মিলনীর আয়োজন করছেন মুখ্যমন্ত্রী
ODD বাংলা ডেস্ক: রাজ্যে বিনিয়োগ টানতেই আগামী নভেম্বর মাসে বসতে চলেছে বিশ্ব বাণিজ্য সম্মেলন। আগামী ২১ থেকে ২৩ নভেম্বর তারিখে (বিজিবিএস) আসর বসবে বাংলায়। তাই আগামী নভেম্বর মাসের প্রথমে রাজ্যের শিল্পপতিদের নিয়ে বিজয়া সম্মেলনীর আয়োজন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, আগামী নভেম্বর মাসের ৯ তারিখে বিজয়া সম্মেলনী আয়োজনের করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার বিজয়া সম্মেলনীর স্থান বদল হতে পারে। ২০২২ সাল পর্যন্ত বিজয়া সম্মেলনীর আয়োজন করা হতো নিউটাউনের ইকোপার্কে। সেখান থেকে এবার সরে এসে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হবে আলিপুর মিউজিয়ামে। আলিপুর সেন্ট্রাল জেলকে বারুইপুরে নিয়ে যাওয়া হয়েছে। আর সেখানে সংগ্রহশালা গড়ে তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস সেখানে তুলে ধরা হয়েছে। এই সংগ্রহশালা তাঁর কালীঘাটের বাসভবনের কাছে। এখন ছোট ছোট সফর দিয়েই এগোতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ের চোটের কারণেই এখানে বিজয়া সম্মিলনী বলে মনে করা হচ্ছে। তাই শুরু হয়েছে তৎপরতা।
Post a Comment