কালীপুজোর আগেই আবহাওয়া বদল, শুরু হবে শীতের নতুন ইনিংস?

ODD বাংলা ডেস্ক: বিজয়ার পর কলকাতাসহ রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা কয়েক ডিগ্রি কমেছে।গলদঘর্ম অবস্থা থেকে মিলেছে রেহাই। বাতাসে শীতের আগমন বার্তা বাঙালির মুখে ফুটিয়েছে হালকা হাসি। এখন সবার প্রশ্ন একটাই কবে আসছে শীত?আলিপুর আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, শহরের প্রথম কাজের দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। ভোর ও মধ্যরাতে অনুভূত হতে পারে হালকা শীত। কোনও কোনও জেলায় রাতের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সেই কারণে রাতের বেলা এসি চালানোর প্রয়োজন হবে না বলেই মনে করা হচ্ছে। আজ সোমবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই বেশি। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতার তাপমাত্রা ৩১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। মোটের উপর কলকাতাবাসীকে গরমে খুব বেশি ভুগতে হবে না।তবে আপাতত শীত নিয়ে খুশির কোনও খবর শোনাতে পারেনি আলিপুরের হাওয়া অফিস। আবহবিদদের মতে উত্তুরে হাওয়া রাজ্যে ঢুকতে শুরু করার কারণে বাতাসে হালকা হিমের আমেজ রয়েছে। কিন্তু নতুন করে কোনও পশ্চিমী ঝঞ্ঝা বা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হলে এক নিমেষে বদলে যেতে পারে আবহাওয়া। তবে আবহবিদদের ধারণা, নতুন কোনও সমস্যা তৈরি না হলে শীত বেশি দূরে নেই। কারণ শনিবার অধিকাংশ জেলার তাপমাত্রাই ছিল ২০ ডিগ্রির ঘরে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.