কবে কাটবে দুর্যোগ? আগামী ৫ দিনের জন্য সতর্কতা জারি বাংলায়
ODD বাংলা ডেস্ক: পুজোর মুখে দুর্যোগ এবং দুর্ভোগ, বেশি বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। যে কারণে কোনও কোনও জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃহস্পতিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করবে।গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আর এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। এদিন সকাল সাড়ে আটটার মধ্যে গত ২৪ ঘন্টায় কলকাতায় ৪১ মিমি বৃষ্টি হয়েছে।২ ও ৩ অক্টোবর সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
Post a Comment