কালীপুজোর আগেই রাজ্যে বড় হাওয়া বদল!
ODD বাংলা ডেস্ক: পুজো মিটতেই বাতাসে হিমেল ভাব। মাঝ-হেমন্তেই শীতের আগমনী বার্তা। কলকাতার তাপমাত্রা ২২ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করলেও আগামী কয়েকদিনে নামতে পারে পারদ।পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রি বা তারও নিচে। উত্তরবঙ্গে শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালীপুজোর আগে ঠান্ডার আমেজ এলেও নভেম্বরের প্রথম সপ্তাহেই একটু একটু করে বাড়বে তাপমাত্রা। নভেম্বরের শুরুতে ফের উঠবে পারদ। উত্তরবঙ্গেও তাপমাত্রা নিম্নমুখী। পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি হলেও তার দাপট কমই থাকবে। এরই মাঝে এসে পড়বে শীত। আগামী দু-দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাবে। রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে আগামী কয়েক দিন। শীতের আমেজ কিছুটা কমে যাওয়ার আশঙ্কা। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন চার দিনে। হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আগামী কয়েক দিন উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থেকে কোথাও মেঘলা আকাশ থাকবে। শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
Post a Comment