আগামী ৪-৫ দিন শুকনো আবহাওয়া দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন

ODD বাংলা ডেস্ক:আগামী চার-পাঁচ দিন শুকনো আবহাওয়া দক্ষিণবঙ্গে। বিহার, ঝাড়খণ্ড থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। আপাতত পরিষ্কার আকাশ; দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বুধবারের পর থেকে জলীয় বাষ্প অনেকটাই কমে যাবে বাতাসে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে। আগামী ২৪ ঘণ্টায় পার্বত্য এলাকা এবং জলপাইগুড়ি ও কোচবিহারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। শুকনো আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার পর্যন্ত একই রকম আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া দফতরের। বুধবারের পর জলীয় বাষ্প কমে যাওয়ায় আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.