রাজ্যে কবে থেকে পড়বে হাড় কাঁপানো শীত, কী বলছে হাওয়া অফিস


ODD বাংলা ডেস্ক: বাংলা থেকে বিদায় নিয়েছে বৃষ্টি। রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ঝড়-বৃষ্টি কাটিয়ে শীতের আমেজ ধরা দিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২-৩ দিন রাতের ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।রবিবারও সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাংশে মেঘলা আকাশ। কমেছে তাপমাত্রাও।হাওয়া অফিস বলছে, নভেম্বরের শুরুতেই বঙ্গে শীতের আগমন ঘটতে চলেছে। পশ্চিমের জেলায় তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতে পারে আগামী ৩-৪ দিনে। শীঘ্রই শীতের আমেজে গা ভাসাতে পারবে রাজ্যবাসী। রাজ্যে প্রবেশ করবে উত্তুরে হাওয়া।খামখেয়ালীপনায় স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই সতর্ক থাকা উচিত। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই শুষ্ক থাকবে আবহাওয়া। তবে বাংলায় ক্রমশ জাঁকিয়ে বসবে উত্তরে হাওয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.