মহাকাশ থেকে সকলের ঘরে পৌঁছবে ইন্টারনেট! নেপথ্যে জিও স্পেস ফাইবার
ODD বাংলা ডেস্ক: Cable ইন্টারনেটের পরব র্তী যুগ স্যাটেলাইট ইন্টারনেট। যেহেতু এই পরিষেবা এখনও মূল ধারায় পৌঁছয়নি তাই এই বিষয়ে খুব কম মানুষই জানেন। দেশবাসীকে এই পরিষেবা দিতে জিও স্পেস ফাইবার লঞ্চ করেছে রিলায়েন্স। বলা যায়, ইন্টারনেট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এক ধাপ এগোল জিও। এলন মাস্কের স্টারলিংক সংস্থাও এই পরিষেবা দিয়ে থাকে। তাদেরকে টেক্কা দেবে জিও। এদিন ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস অনুষ্ঠানে, প্রযুক্তিটি সামনে আনে টেলিকম সংস্থা। জিও'র দাবি, অত্যন্ত কম দামে শিগগিরই দেশজুড়ে এই পরিষেবা চালু করা হবে। প্রসঙ্গত, জিও স্পেস ফাইবার হল ভারতের প্রথম স্যাটেলাইট ভিত্তিক গিগা-ফাইবার ইন্টারনেট ব্রডব্যান্ড পরিষেবা। এই পরিষেবার জন্য ২০২২ সালে লুক্সেমবার্গের স্যাটেলাইট টেলিকমিউনিকেশন কোম্পানি বা SES এর সঙ্গে হাত মেলায় জিও। এই কোম্পানির নতুন স্যাটেলাইট প্রযুক্তি মিডিয়া আর্থ অরবিট (MEO) ব্যবহার করে গিগা-ফাইবার ইন্টারনেট পরিষেবা দেবে জিও।
Post a Comment