নিরাপত্তার কারণে ‘গোপন কোড’ নিয়ে আসছে WhatsApp
ODD বাংলা ডেস্ক: ব্যবহারকারীদের চ্যাট আরও সুরক্ষিত রাখতে নয়া ফিচার নিয়ে আসছে WhatsApp। সেই নতুন ফিচারের নাম ‘সিক্রেট কোড’। এই ফিচারের মাধ্যমে আপনি আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট লক করে রাখতে পারবেন এবং সেই লক খোলার জন্য থাকবে একটি সিক্রেট কোডও। চ্যাট সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই একটি জরুরি ফিচার তার ব্যবহারকারীদের অফার করে হোয়াটসঅ্যাপ। সেটি হল হাইড চ্যাট বা চ্যাট লুকিয়ে রাখার বিশেষ বৈশিষ্ট্য। আপাতত ফিচারটি ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। শীঘ্রই তা বিটা পরীক্ষকদের জন্য নিয়ে আসা হবে। এই নতুন হোয়াটসঅ্যাপ ফিচার তার ব্যবহারকারীদের লক করে রাখা চ্যাটের জন্য একটা কাস্টম পাসওয়ার্ড সেট করতে দেবে। সিক্রেট কোড ফিচারটি সর্বপ্রথম শনাক্ত করে WABetaInfo। খুব দ্রুততার সাহায্যে এই ফিচারের দ্বারা যে কোনও চ্যাট লক করে রাখা যাবে। তারপরে আপনি সার্চ বার থেকে জাস্ট সিক্রেট কোডটি টাইপ করবেন, তাহলেই বেরিয়ে আসবে গোপন কোড দ্বারা সুরক্ষিত কথোপকথনটি। পাশাপাশি কম্প্যানিয়ন ডিভাইস থেকেও এই চ্যাটগুলি অ্যাক্সেস করা যাবে। এই পাসওয়ার্ড আপনি একটা শব্দ বা একটি ইমোজি দিয়েই কাস্টমাইজ় করে রাখতে পারেন।
Post a Comment