স্বামীর দেরি করে বাড়ি ফেরা নিয়ে সন্দেহ স্ত্রীর, বড় রায় দিল হাইকোর্ট
ODD বাংলা ডেস্ক: প্রায়ই রাত্রিবেলা স্বামী দেরি করে বাড়ি ঢুকছেন। স্বামীর এই কার্যকলাপে স্ত্রীর মনে তৈরি হয় সন্দেহ। মনে হতেই পারে, স্বামী পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন। স্ত্রীর এই মনোভাবকে কখনই নিষ্ঠুরতা বলা যায় না। রাইনপ্রীত কৌর ও কুলবীর ছাবরার মামলায় এমনই মন্তব্য করে সংসারে ভাঙন আটকাতে তৎপর হল ছত্তিশগড় হাই কোর্ট।বিচারপতি গৌতম ভাদুড়ী ও দীপককুমার তিওয়ারির পর্যবেক্ষণ, এই ধরনের পরিস্থিতিতে স্ত্রীর সন্দেহ মানুষের স্বাভাবিক প্রবৃত্তির মধ্যেই পড়ে। স্বামী প্রায়শই গভীর রাতে বাড়ি ফেরেন। অনেক সময়ে ফেরেনও না। এমনই অভিযোগ ছিল স্ত্রীর। এর জবাবে আদালতকে স্বামী জানান, রাজনৈতিক কাজের সঙ্গে তিনি জড়িত থাকায় বাড়ি ফিরতে দেরি হয়। স্ত্রী তাঁকে বিশ্বাস করেন না, চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন বলে পালটা আক্রমণ করেন। গন্ডগোলের জেরে এর আগে পারিবারিক আদালতে তাঁরা বিবাহ বিচ্ছেদের আর্জি জানালে তা মঞ্জুর হয়ে যায়।কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন স্ত্রী। তারই শুনানিতে এমনই বক্তব্য ছত্তিশগড় হাই কোর্টের। বেঞ্চের তরফে এ প্রসঙ্গে বলা হয়, অভিযোগের ভিত্তিতে স্বামী পুরোপুরি ভুল তা বলা যায় না। তাঁর দেরিতে বাড়ি ফেরার কারণ স্ত্রীকে না জানানো অস্বাভাবিক আচরণের মধ্যেই পড়ে। আবার স্ত্রী ঘন ঘন তাঁর ভাইয়ের বন্ধুদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন বলেও পালটা সন্দেহ প্রকাশ করেছেন স্বামী। এক্ষেত্রে দোষারোপ না করে স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক বিশ্বাস থাকা জরুরি বলে মত বেঞ্চের।
Post a Comment