ভূমিকম্প বিধ্বস্ত নেপাল... মৃত প্রায় ১২৮, আশঙ্কা আরও মৃত্যুর, এখনও ধসছে বহু বাড়ি

ODD বাংলা ডেস্ক: শুক্রবার রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। এখনও পর্যন্ত ১২৮ জনের মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ১০০-রও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কম্পনের অভিঘাত এতটাই ছিল যে, কেঁপে উঠেছিল দিল্লি, এনসিআপ, অযোধ্যার মাটিও। লখনউ এবং বিহারেরও বেশ কিছু জায়গার মাটি কেঁপে ওঠে। কম্পনের কেন্দ্র মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার নীচে ছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। রুকুম ও জাজারকোট এই প্রবল ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র রুকুমেই প্রাণ হারিয়েছেন অন্তত ৩৬ জন। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়েছে, ‘‘শুক্রবার রাত ১২টা নাগাদ জাজারকোটের ভূমিকম্পের কারণে হওয়া মৃত্যু এবং ক্ষয়ক্ষতির জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল।‘‘ বহু বাড়িতে চওড়া চওড়া ফাটল ধরেছে। ইট-কাঠ-সিমেন্টের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.