দিল্লির মতো কলকাতার বাতাসেও বাড়ছে বিষ!

ODD বাংলা ডেস্ক: গত কয়েকদিনে রাজধানীর বাতাসে দূষণ এতটাই বেড়ে গিয়েছিল যে স্কুল বন্ধ করে দিয়ে হয় দিল্লির সরকারকে। কার্যত দমবন্ধ করা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কৃত্রিম বৃষ্টির কথা পর্যন্ত ভাবতে হচ্ছে দিল্লিকে।শুক্রবার সকালে যে তথ্য ও পরিসংখ্যান সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে দিল্লির থেকে দূষণের পরিমান অনেক বেড়ে গিয়েছে কলকাতায়।কলকাতা যে দিল্লির থেকে কোনও অংশে কম দূষিত নয় সেকথা আবারও প্রমাণ করে দিয়েছে এই তালিকা। দিল্লির বায়ু দূষণ সম্পর্কে আমরা সকলেই জািন। এই সময়ে দিল্লিতে দূষণ ভয়ঙ্কর আকার নেয়। তার জন্য স্কুল পর্যন্ত ছুটি দেওয়া হয়। রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু কলকাতা এই বিষয়ে বড় বেশি উদাসীন। আপনিও যে বিষ বাতাসেই শ্বাস নিচ্ছে তা এই তালিকায় স্পষ্ট।বিশ্বের সবচেয়ে দূষিত শহরের (Polluted City ) তালিকায় নাম উঠল ভারতের (India) তিন গুরুত্বপূর্ণ শহরের। দিল্লি (Delhi), কলকাতা (Kolkata) এবং মুম্বই (Mumbai) এর বায়ুর মান অত্যন্ত বিপজ্জনক। রবিবার সকালে নয়াদিল্লি আবার রিয়েল-টাইম তালিকায় শীর্ষে রয়েছে। বাতাসের দূষণের পরিমাণ ৪৮৩-এর AQI। এরপর দ্বিতীয় শীর্ষস্থানে রয়েছে লাহোর, বাতাসের দূষণের পরিমাণ ৩৭১-এ। কলকাতার একিউআই ২০৬। মুম্বইতে এই একিউআই ১৬২। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.