পঞ্জিকা অনুসারে ভাইফোঁটার শুভ সময় কখন? দেখুন তিথি, সময়, তারিখ
ODD বাংলা ডেস্ক: কার্তিকের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা পালিত হয়. তবে ২০২৩ ভাইফোঁটা ১৪, নাকি ১৫ নভেম্বর, তা নিয়ে রয়েছে জল্পনা। ভাই ও বোনের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা আরও বাড়িয়ে নিতে এই বিশেষ আয়োজন পালিত হয়। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে জমের দুয়ারে কাঁটা ফেলার এই প্রথা শতাব্দী প্রাচীন। দেখে নেওয়া যাক, ভাইফোঁটার সময়কাল কতক্ষণ পর্যন্ত থাকবে।
ভাইফোঁটা কবে- ১৪ ও ১৫ নভেম্বর দুই দিনই ভাইফোঁটা পালন করা যাবে। পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হচ্ছে ভাইফোঁটার তিথি। এই তিথি কখন পড়ছে, ও কখন পর্যন্ত থাকছে দেখা যাক।
দ্বিতীয়া কখন থেকে- কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি পড়ছে ১৪ নভেম্বর দুপির ২ টো ৩৬ মিনিটে। শেষ হবে ১৫ নভেম্বর ১ টা ৪৭ মিনিটে। এরই মাঝে রয়েছে ভাইকে ফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত। দেখে নেওয়া যাক, সেই শুভ মুহূর্ত।
ভাইফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত- ভাই ফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত ১৪ নভেম্বর রয়েছে দুপুর ১ টা ১০ মিনিট থেকে ৩ টে ১৯ মিনিট পর্যন্ত। এছাড়াও ১৫ নভেম্বর সকাল ১০ টা ৪৭ মিনিট থেকে দুপুর ১২ টা ০৫ মিনিট পর্যন্ত রয়েছে এই সময়কাল।
Post a Comment