কাশ্মীরে গভীর খাদে যাত্রীবোঝাই বাস, মৃত কমপক্ষে ৩০
ODD বাংলা ডেস্ক: ভাইফোঁটার দিন জম্মু-কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা। দোদা জেলায় বাস উলটে পড়ল চেনাব নদীতে। কমপক্ষে ৩০ জন যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।জানা গিয়েছে, বুধবার সকালে দোদা জেলার আসর এলাকার কাছে একটি গভীর খাদে পড়েছে বাসটি। পিছোল রাস্তায় বাসের চাকা স্কিড করে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন এক স্থানীয় প্রশাসনিক কর্তা। আরও মৃত্যুর আশঙ্কা করছেন তিনি। ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। মনোজ সিনহা বলেন, 'দোদার অসর এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় একাধিক যাত্রীর মৃত্যুর খবরে আমি মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। জেলা প্রশাসনকে উদ্ধারকাজ এবং দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার বন্দোবস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।'
Post a Comment