'পুজোয় ৩ লাখ কর্মসংস্থান-৭২ হাজার কোটি টাকার ব্যবসা': মুখ্যমন্ত্রী

ODD বাংলা ডেস্ক: পুজোকে ঘিরে প্রচুর মানুষের কর্মসংস্থান হয় সেই কথা আগেও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর পর সাংবাদিক বৈঠকে ফের একবার সেই কথাই শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। একইসঙ্গে পুজোয় কতো টাকার ব্যবসা হয়েছে তারও একটা খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রিটিশ কাউন্সিলের সমীক্ষার তথ্য তুলে পুজোয় ৭২ হাজার কোটি টাকা ব্যবসা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী বলেন, 'পুজো খুব শান্তিতে, সকলের সহযোগিতায় সুন্দরভাবে অতিবাহিত হয়েছে। এবার পুজো যে উচ্চতায় উঠেছে, আগামীদিনে আমরা আরও ভালোভাবে করব। ব্রিটিশ কাউন্সিল একটা রিসার্চ করেছে। আগেরবারে বলেছিল ৩৮ হাজার কোটি টাকা বিজনেস করেছে, এবার বলেছে অফিসিয়ালি ৭২ হাজার কোটি টাকা। তবে আমার ধারণা ৮০-৮৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। টাকাটা মানুষের হাতেই যাবে। প্রায় ৩ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। গরীব মানুষগুলো, যাঁরা লোকশিল্পী, তাঁদের কাছে বড় পাওনা। বাংলাকে নানাভাবে তাঁরা তুলে ধরেছেন।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.