ধনতেরাসে সোনা কিনতে চান? জেনে নিন শুভ সময় কখন থেকে শুরু হচ্ছে
ODD বাংলা ডেস্ক: শাস্ত্রমতে কার্তিকের ধনত্রয়োদশীর দিন পড়ে ধনতেরাস। সেই তিথি মেনে ২০২৩ সালে ধনতেরাস পড়ছে ১০ নভেম্বর। আজ শুক্রবার ধনতেরাসের দিন কোন শুভ সময়ে সোনা কেনা লাভজনক, তার জন্য রয়েছে শুভ তিথি। দেখে নেওয়া যাক, কোন শুভ তিথিতে, আজ ধনতেরাসে রয়েছে কেনাকাটার সময়। দেখা যাক, পুজোর শুভ সময়।
ধনতেরাসের তিথি- ১০ নভেম্বর শুক্রবার পড়ছে ধনতেরাসের তিথি। শুক্রবার দুপুর ১২.৩৫ মিনিট থেকে শুরু হচ্ছে, আর ১১ নভেম্বর তিথি শেষ হচ্ছে, দুপুর ১.৫৭ মিনিটে। এরমধ্যে লাভ চোগাড়িয়া সকাল ৮ থেকে ৯টা, অমৃত চোগাড়িয়া সকাল ৯.২০০ মিনিট থেকে ১০.৪২ মিনিট, শুভ চোগাড়িয়া ১২.০৪ থেকে ১.২৬ মিনিট, ফের লাভ চোগাড়িয়া, রাত ৮.৪৭ মিনিট থেকে ১০.২৬ মিনিট।
কলকাতায় ধনতেরাসের পুজোর সময়- তিথি অনুসারে ধনতেরাসের পুজো এক একটি শহরে এক এক সময়ে রয়েছে। কলকাতায় ধনতেরাসের পুজোর সময় ৫.১৩ মিনিট থেকে ৭.১১ মিনিট পর্যন্ত।
Post a Comment