প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারত, কাঁপল কলকাতাও

ODD বাংলা ডেস্ক: ফের ভূমিকম্প! কেঁপে উঠল দিল্লি, চণ্ডীগড়-সহ আশেপাশের একাধিক শহর। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৪! উৎসস্থল নেপাল। কম্পন টের পাওয়া গেল কলকাতায়ও। চলতি বছরের মার্চেও ভূমিকম্প হয়েছিল দিল্লি। মৃদু নয়, রীতিমতো জোরালো। কেঁপে উঠেছিল নয়ডা, গুরগাঁ, হরিয়ানা, জম্মুও। সঙ্গে পাকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাগিস্থান, আফগানিস্থান, এমনকী, চিনও। কম্পনের স্থায়িত্ব ছিল ৪০ থেকে ৪৫ সেকেন্ড। উৎসস্থল আফগানিস্তান।আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘড়িতে তখন সাড়ে এগারোটা। শুক্রবার রাতে কেঁপে ওঠে দিল্লি। কম্পনে তীব্রতা এতটাই ছিল যে, দিল্লি লাগোয়া গাজিয়াবাদ, নয়ডা, চণ্ডীগড়ে আতঙ্কে রাস্তায় নেমে পড়েন স্থানীয় বাসিন্দারা। বাদ যায়নি কলকাতা-সহ দেশের অন্য়ন্য প্রান্তও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.