বাংলায় ভূমিকম্প! রিখটার স্কেলের মাত্রা কত!
ODD বাংলা ডেস্ক: হালফিলে পরপর ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর ভারত। নেপাল তছনছ হয়েছে ভূকম্পে। এবার ভূমিকম্প অনুভূত হল এই বাংলায়। বুধবার সকাল ১০টা ৫১ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৬। ন্যাশনাল সিসমোলজি সেন্টার থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৫১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। তবে আপাতত, ভূমিকম্পের জন্য প্রাণহানির কোনও খবর নেই। এর আগে ৮ নভেম্বর পঞ্জাবের রূপনগর এবং প্রতিবেশী দেশ চিনের জিনজিয়াংয়েও ভূমিকম্প অনুভূত হয়। প্রসঙ্গত, চলতি মাসেরই ৩ তারিখ কেঁপে ওঠে দিল্লি-NCR। কাঁপে কলকাতাও। শুক্রবার রাত ১১.৩৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৪। সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, উত্তরাখণ্ডও। বেশ কিছুক্ষণ ধরে ভূকম্পন অনুভূত হয় কলকাতাতেও। এদিনের ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতি হয় নেপালে।
Post a Comment