অরিজিৎ সিং-কে জড়িয়ে ধরে চুমু! কী করলেন গায়ক?
ODD বাংলা ডেস্ক: চোখের সামনে প্রিয় তারকাকে পেলে আপনি ঠিক কী করবেন। বিভিন্ন সময় শোনা যায়, বিচিত্র সব কাণ্ডকারখানার কথা। সম্প্রতি মরিশাসে একটি অনুষ্ঠানে যান অরিজিৎ সিংহ। সেখানেই এক অনুরাগী প্রিয় গায়ককে সামনে পেয়ে জাপটে ধরে চুমু দেন অরিজিৎকে। তার পর কী করলেন গায়ক?এমনিতেই ক্যামেরার সামনে খুব একটা স্বচ্ছন্দ নন অরিজিৎ। বেশ কয়েক বার অনুরাগীরা তাঁকে কাছে পেয়ে হাত ধরে টানাটানি করলে মেজাজও হারাতে দেখা যায়। তবে এ বার মরিশাসে অনুষ্ঠান শেষে প্রায় ক্লান্ত হয়ে মঞ্চ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। সেই সময় এক অনুরাগী গার্ডরেলের বাইরে থেকে হাত বাড়িয়ে গায়ককে জাপটে ধরে চুমু দিয়ে বসেন। তাঁর এমন কাণ্ড দেখে বিন্দুমাত্র না রেগে, এক গাল হেসে অনুরাগীর মাথায় স্নেহের আলতো পরশও দেন অরিজিৎ।
Post a Comment