বিয়েবাড়িতে রসগোল্লা না পেয়ে তুমুল অশান্তির জের, হাসপাতালে ৬!


ODD বাংলা ডেস্ক:  রসগোল্লায় নিয়ে কথা কাটাকাটি, তারপর ঝগড়া অবশেষে ঝামেলা গড়িয়ে গেল হাতাহাতি পর্যন্ত। এমনই মারপিট হল যে হাসপাতালে পাঠাতে হল আহতদের। উত্তরপ্রদেশের একটি বিয়েবাড়িতে ঘটেছে এই রক্তারক্তি কাণ্ড। জানা গিয়েছে, অন্তত ছজন আহত হয়েছেন। আপাতত সকলেই হাসপাতালে ভর্তি রয়েছেন। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, রবিবার আগ্রার ব্রিজভান এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান ছিল। মাঝরাত পর্যন্ত বিয়ের অনুষ্ঠান চলে। তার পর খেতে বসেছিলেন আমন্ত্রিতরা। ভূরিভোজ সেরে শেষপাতে মিষ্টির আশায় বসে ছিলেন। কিন্তু পাতে পড়েনি রসগোল্লা। সেই নিয়েই ঝামেলার সূত্রপাত।আমন্ত্রিতদের মধ্যে একজন প্রশ্ন করেন, বিয়েবাড়িতে রসগোল্লা এত কম কেন? সেই প্রশ্নের উত্তরেই বাগযুদ্ধ শুরু। ঝগড়া থেকেই মারপিট বেঁধে যায় দুপক্ষের মধ্যে। খবর যায় শামসাবাদ থানায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত ছজন সেখানে চিকিৎসাধীন। যদিও তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.