যাত্রীদের এবার বিনামূল্যে খাবার দেবে ভারতীয় রেল! কোন কোন ট্রেনে মিলবে পরিষেবা?


ODD বাংলা ডেস্ক:ভারতীয় রেলওয়ে ট্রেনে যাত্রীদের খাবার পরিবেশন করে থাকে। তবে এই খাবারটি বিনামূল্যে পাওয়া যায় না। এর টাকা আপনার টিকিটেই যোগ হয়ে যায়। কিন্তু ভারতীয় রেল যাত্রীদের বিনামূল্যে খাবারও দিয়ে থাকে। জেনে নেওয়া যাক যে ট্রেনে বিনামূল্যে খাবার কী ভাবে পেতে পারেন। ট্রেনটি দুই ঘণ্টার বেশি দেরি করলেই এই সুবিধা দেওয়া হবে। সাধারণত অতিরিক্ত কুয়াশা বা রেলপথে চলমান কাজের কারণে ট্রেন দেরি হতে পারে। স্টেশন থেকে ট্রেন দেরিতে ছাড়লে অসুবিধায় পড়েন যাত্রীরা। তাই, এই ধরনের পরিস্থিতির ক্ষতিপূরণ দিতে, রেল বিনামূল্যে খাবারের সুবিধা শুরু করেছে। দুরন্ত, রাজধানী, শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনগুলিতে এই নিয়ম কার্যকর করেছে ভারতীয় রেল। এর মধ্যে যে কোনও একটি ট্রেন দুই ঘণ্টা দেরি করলে যাত্রীদের বিনা মূল্যে খাবার সরবরাহ করা হবে। এগুলি এমন সমস্ত ট্রেন যা সর্বদা সময়মতো তাদের গন্তব্যে পৌঁছায়। তাদের দেরি হওয়ার সম্ভাবনাও খুব কম। এমনকি কোনো কারণে এমনটা ঘটলেও ভারতীয় রেল তার যাত্রীদের কথা মাথায় রেখে বিনামূল্যে খাবারের সুবিধা দেবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.