বাংলাদেশে মেলায় পকেটমারির শিকার জিতু, ‘ফাঁকা পকেটে’ ফিরতে হয় দেশে
ODD বাংলা ডেস্ক: সিনেমার প্রচারে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের ফাঁকে পড়শি বাংলাদেশ যাওয়ার ইচ্ছেপ্রকাশ করতে দেখা যায় জিতুকে। বাংলা সিনেমার হাত ধরে দুই দেশের মধ্যে যোগাযোগ বরাবরের। তবে বাংলাদেশে গিয়ে কাজের ইচ্ছে থাকলেও, ঢাকা নিয়ে বেশ একটা ভয় কাজ করে জিতুর মনে! কারণ বছরকয়েক আগে ঘটা এক খারাপ অভিজ্ঞতা। এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জিতু জানান, ২০১৭ সালে বাংলাদেশে গিয়েছিলেন ক্রিকেট খেলতে। সেই সময় একটা মেলায় গিয়ে পকেটমারি হয়ে যায়। যার ফলে হয়ে যায় পকেট পুরো ফাঁকা। মহাবিপদে পড়েছিলেন সেইসময়। অবশ্য এই অবাঞ্ছিত ঘটনাটা বাদ দিলে জিতুর বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা ছিল চমৎকার। জিতুকে এরপর পরপর দুটো ছবিতে দেখা যাবে শ্রাবন্তীর সঙ্গে, বাবুসোনা আর ‘আমি আমার মতো’। দুটি সিনেমারই শ্যুটিং হয়ে গিয়েছে লন্ডনে। ‘অরণ্যের দিনরাত্রি’ নামক একটি ছবিতেও কাজ করবেন তিনি। সঙ্গে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত পদাতিক ছবিতে ফের একবার সত্যজিৎ হয়ে ধরা দেবেন তিনি। মৃণাল সেন হিসেবে আছেন চঞ্চল চৌধুরী।
Post a Comment